শুক্রবার (৩১ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে নগরের তাঁতীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল আহাদ মৌলভীবাজারের রাজনগর উপজেলার করিমপুর এলাকার বাসিন্দা হাজি নুর মিয়ার ছেলে ও কুয়েত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে নিশ্চিত করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, তাঁতীপাড়া সড়কে হাঁটছিলেন আব্দুল আহাদ। এমন সময় কয়েকজন যুবক তাকে ছুরিকাঘাত করে সড়কে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বাংলানিউজকে বলেন, নিহত ব্যক্তির পিঠের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি, পায়ে ও উরুতে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছেন তিনি।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বাংলানিউজকে বলেন, এক ব্যক্তিকে ছুরিকাঘাতের খবর পেয়েছি। পরে জানতে পারি হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন।
তিনি বলেন, নিহত আহাদের পরনে শার্ট ও লুঙ্গি ছিল। এতে ধারণা করা হচ্ছে তিনি তাঁতীপাড়ার কারো বাসায় বেড়াতে আসতে পারেন। তবে কি কারণে খুনের ঘটনা ঘটেছে, হত্যাকারী কারা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
এনইউ/এএ