ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হিন্দু সম্প্রদায়ের সঙ্গে বিএনপির শুভেচ্ছা বিনিময়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
হিন্দু সম্প্রদায়ের সঙ্গে বিএনপির শুভেচ্ছা বিনিময়

ঢাকা: জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছে বিএনপি। শুক্রবার (৩১ আগস্ট) রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রন্টের আহ্বায়ক গৌতম চক্রবর্তী।

অমলেন্দু দাশ অপুর পরিচালনায় অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার, কেন্দ্রীয় নেতা জয়ন্তু কুমার কুন্ড, অপর্না রায়, দেবাশীষ রায় মধু, নিপুন রায় চৌধুরী, রমেশ দত্ত, নকুল সাহা, জয়দেব জয়, সঞ্জিত কুমার দেব জনিসহ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতারা বক্তব্য রাখেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর হিন্দু সম্প্রদায়ের সদস্যদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে বলেন, আজ দেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেজন্য শ্রীকৃষ্ণকে বেশি মনে পড়ে, ভগবান শ্রীকৃষ্ণকে আজ বেশি করে স্মরণ করতে হয়। তিনি সব সময় অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, নেতৃত্ব দিয়েছেন। এই কথা যেন আমরা সব সময় মনে রাখি।

কারাগারে অন্যায়ভাবে খালেদা জিয়াকে বন্দি করে রাখার বিষয়টি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদকে আমরা পরাজিত করতে পারলেই দেশনেত্রী মুক্ত হবেন, গণতন্ত্র ফিরে আসবে, আমাদের নেতা তারেক রহমান ফিরে আসবেন।

রামকৃষ্ণ মিশনের মৃদুল মহারাজ ও স্বামীবাগ ইসকন মন্দিরের প্রভু নিত্যানন্দ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন।

জন্মাষ্টমীর এ অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক সুকোমল বড়ুয়া, কেন্দ্রীয় নেতা অ্যালবার্ট পি কস্টা, দীপেন দেওয়ান, সুশীল বড়ুয়া, তপন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০১৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৮
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।