ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক গ্রেফতার

ভোলা: ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সদর রোড থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

সরকারি কাজে বাধা ও পুলিশের উপর হামলার ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগীর আলী বাংলানিউজকে জানান, রাতে বিএনপি নেতাকর্মীরা সদর রোড মিছিল বের করে গোলমাল শুরু করে। এসময় পুলিশ মিছিলকারীদের বাধা দিলে পুলিশের উপর চড়াও হয়ে হামলা ও বোমা বিস্ফোরণ ঘটায়। এতে পুলিশ সদস্য মামুন, মাসুদ, সজল ও গোপাল আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ হারুন অর রশিদকে গ্রেফতার করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা অফিসে প্রস্তুতি সভা শেষে রাস্তায় বের হলে পুলিশ বিনা কারণে বিএনপি সেক্রেটারিকে গ্রেফতার করে। কোনো নেতাকর্মী পুলিশের উপর হামলা করেনি।

বাংলাদেশ সময়: ০২২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।