শুক্রবার (৩১ আগস্ট) রাত ১০টার দিকে গুরুতর আহত ফরহাদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহতদের অন্যরা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত স্বেচ্ছাসেবকলীগ কর্মী ফরহাদ হোসেন উপজেলার ঘোড়দাহ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শামসুর রহমান রাত ২টায় বাংলানিউজকে জানান, শুক্রবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে ঝিকরগাছা উপজেলা পরিষদ মোড়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভা চলছিল।
এসময় যশোরের দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি খালি বাস সমাবেশস্থলে ঢুকে কয়েকজনকে চাপা দেয়। এতে গুরুতর আহত স্বেচ্ছাসেবকলীগের পাঁচজন কর্মীককে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে গুরুতর আহত ফরহাদকে ঢাকায় নেওয়ার পথে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন বাংলানিউজকে বলেন, নিয়ন্ত্রণহীন বাসটি প্রথমে আইল্যান্ডে ধাক্কা খেয়ে সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের চাপা দেয়। বাস ফেলে চালক ও হেলপার পালিয়ে যায়। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ০৪৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৮
ইউজি/এএ