শুক্রবার (৩১ আগস্ট) রাতে সদর থানা পুলিশ মামলাটি দায়ের করে। এর আগে নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপি-জামায়াতের তিন কর্মীকে আটক করে পুলিশ।
আটক কর্মীরা হলেন- সদর উপজেলার আলীপুর গ্রামের মাহবুবুর রহমানের ছেলে ও ভোমরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহম্মদ আলী (৩০), ভোমরার বৈচনা এলাকার মাদার সরদারের ছেলে ও ভোমরা ইউনিয়ন জামায়াতের আমির বায়দুল্লাহ সরদার (৪৫) ও সাতক্ষীরা শহরের কামালনগর এলাকার রজব আলী গাজীর ছেলে হাফিজুর রহমান (৩১)।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতা চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। এছাড়া একই অভিযোগে ৩২ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৮৫)।
এদিকে, পৃথক অভিযান চালিয়ে দেবহাটা উপজেলার ৩ নম্বর সখিপুর ইউপি জামায়াতের আমির কামরুল (৩৫) ও ৫ নম্বর দেবহাটা সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রাশেদুল ইসলামকে (৪০) নাশকতার মামলায় আটক করেছে পুলিশ। পরে তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৮
আরএ