তিনি বলেন, যারা স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে বলে দাবি করে, আমি বিশ্বাস করিনি সেই আওয়ামী লীগ এ ধরনের একটি কাজ করতে পারে। বাইরে থেকে লোক এনে বরিশালবাসীর ভোট কেড়ে নিয়েছে, বরিশালের মানুষের কাছে আগ্রাসন চালিয়েছে।
বিএনপির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার (১ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সারওয়ার বলেন, রাষ্ট্রীয় সন্ত্রাস করে যারা রক্ষক হবে তারাই ভক্ষক হয়েছে বরিশাল সিটি নির্বাচনে (বিসিসি) নগরবাসীর কাছে। আমি তাদের বলবো, আগামী দিনের তাওয়া গরম হয়ে গেছে। স্বাধীনতার যুদ্ধ করেছিলাম, সশস্ত্র সংগ্রাম করেছিলাম এদেশের গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য। কাজেই আরেকবার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে লড়াইতে নামার জন্য আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, আওয়ামী লীগ জনগণকে ধোঁকা দিচ্ছে, উন্নয়নের কথা বলে পুনরায় দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায়। ২০১৪ সালের ৫ জানুয়ারি বিনা ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা দখল করে রেখেছে আওয়ামী লীগ। ১৫৪ জন সংসদ সদস্য বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।
সারওয়ার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এর উপযুক্ত জবাব দেয়া হবে। খালেদা জিয়াকে জেলে আর তারেক রহমানকে লন্ডনে রেখে এদেশে কোনো নির্বাচন হবে না।
এ সময় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, নির্বাচনের জন্য বর্তমান নির্বাচন কমিশনকে ঢেলে সাজাতে হবে, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে হবে। এছাড়াও আগামী নির্বাচনে বিএনপির সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সারওয়ার বলেন, ১৫ ও ২১ আগস্টের ঘটনায় আমরাও নিন্দা জানাই। কিন্তু এখানেও বিএনপির ঘাড়ে দোষ চাপানো হচ্ছে। যারা এ হত্যাকাণ্ডে জড়িত ছিলো তাদের ক্ষমতার মসনদে বসিয়ে বিএনপিকে দোষারোপ করা হচ্ছে।
মহানগর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন- বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামন খান ফারুক, মনিরুল আহসান, মহানগর বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি জিয়া উদ্দিন সিকদার, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন, বিএনপি নেতা নুরুল আলম ফরিদ প্রমুখ।
পরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এদিকে, বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে অশ্বিনী কুমার হলের সামনে বিনামূল্যে ব্লাড গ্রুপিং ও হেলথ ক্যাম্প বসানো হয়।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৮
এমএস/আরবি/