শুক্রবার (৩১ আগস্ট) দিনগত রাত তিনটার দিকে কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল আমিন বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
মামলায় কেন্দ্রীয় যুবদলের সদস্য এনামুল হক আকন্দ লিটন, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি শামীম আজাদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রোকনোজ্জামান সরকার রোকন, দক্ষিণ জেলা ছাত্র শিবিরের সভাপতি আরিফুল হক, সাধারণ সম্পাদক আব্দুল বারেকসহ ২৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।
শনিবার (১ সেপ্টেম্বর) বিকেলে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বাংলানিউজকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, দলীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আগের দিন শুক্রবার (৩১ আগস্ট) দিনগত রাত সোয়া ১টার দিকে অভিযুক্তরা শহরের জিলা স্কুল মোড়ে পিকেটিং ও গাড়ি ভাংচুর করে। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ে। পরে পুলিশও তাদের পাল্টা ধাওয়া করে। এসময় পুলিশের দুই কনস্টেবল আহত হন।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম আরও জানান, মামলায় এজাহারনামীয় ২৪ জন ও অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামী করা হয়েছে। এদের গ্রেফতারে পুলিশের অভিযান চলবে।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৮
এমএএএম/এনএইচটি