ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

রাজনীতি

কাজিপুরে বিএনপির ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৩, সেপ্টেম্বর ২, ২০১৮
কাজিপুরে বিএনপির ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ: স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাংচুরের অভিযোগে সিরাজগঞ্জের কাজিপুরে বিএনপির ৪৬ নেতাকর্মীরা বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১ সেপ্টেম্বর) রাতে উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ তালুকদার বাদী হয়ে ১৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩০ নেতাকর্মীকে আসামি করে মামলাটি দায়ের করেন।  

আসামিদের মধ্যে কাজিপুর উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা, তার ভাই বিপ্লব হোসেন, উপজেলা যুবদলের সহ-সভাপতি টমাস হোসেন, পৌরসভা যুবদলের সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান, চালিতাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ও তার ভাই নবির হোসেনের নাম জানা গেছে।

রোববার (২ সেপ্টেম্বর) দুপুরে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩১ আগস্ট রাতে কাজিপুর উপজেলার চালিতা ডাঙ্গায় বিএনপির নেতাকর্মীরা মিটিং করেন। পরে তারা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করেন।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।