ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঠাকুরগাঁও পুলিশ সুপারের প্রত্যাহারের দাবি বিএনপি’র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৮
ঠাকুরগাঁও পুলিশ সুপারের প্রত্যাহারের দাবি বিএনপি’র ঠাকুরগাঁও জেলা বিএনপির সংবাদ সম্মেলন। ছবি: বাংলানিউজ

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফারহাত আহমেদ ক্ষমতার অপব্যবহার করে নির্বিচারে বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার শুরু করেছেন বলে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছে জেলা বিএনপি।

সোমবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন। সেই সঙ্গে পুলিশ সুপারের প্রত্যাহার দাবি করেন।

 

সংবাদ সম্মেলনে ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন আরো বলেন, পুলিশ প্রশাসনের মাধ্যমে বিএনপির ওপর মামলা ও গ্রেফতার করে তাদের আসন্ন নির্বাচনের মাঠ থেকে দূরে রাখার নীলনক্সা বাস্তবায়ন করা হচ্ছে।  

তিনি আরো অভিযোগ করেন, বিগত কয়েকদিনে পুলিশ ঠাকুরগাঁও জেলায় ১০ জনকে গ্রেফতার করে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে তিনটি মিথ্যা মামলা দায়ের করেছে।  

সংবাদ সম্মেলন থেকে সরকারের কাছে মিথ্যা মামলা ও পুলিশ সুপারকে প্রত্যাহারের দাবি জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, রাণীংশকৈল উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরনবী, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, যুবদলের সভাপতি মহেবুল্লাহ চৌধুরী আবু নূর প্রমুখ।

পরে জেলা প্রশাসকের কাছে পুলিশ সুপারকে প্রত্যাহারের দাবি সম্বলিত স্মারকলিপি দেন জেলা বিএনপির নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।