সোমবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ভুলতা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল খান বাদী এ মামলা দায়ের করেন।
মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েমসহ ৩৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরও ২২ জনকে আসামি করা হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বাংলানিউজকে জানান, গত রোববার বিকেলে উপজেলার গোলাকান্দাইল উত্তরপাড়া এলাকায় বিএনপির নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছে, এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে যায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নেতাকর্মীরা পালিয়ে যান। এ ঘটনায় ভুলতা পুলিশ ফাঁড়ির এসআই মোস্তফা কামাল খান বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরও ২২ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৮
আরবি/