দলটির সাবেক সভাপতি আব্দুস সালাম চাকলাদারকে হত্যার হুমকি ও চাঁদা দাবির মামলায় মঙ্গলবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্র জানায়, জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আব্দুস সালাম চাকলাদার গত ৩ আগস্ট টাঙ্গাইল সদর থানায় মোজাম্মেল হক, জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক সৈয়দ শামসুজ্জোহা যুবরাজ, মোজাম্মেল হকের ছেলে মবিন হক এবং জাতীয় পার্টির কর্মী রাজু ও সানির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর মোজাম্মেল হকসহ ওই পাঁচ আসামি হাইকোর্ট থেকে চার সপ্তাহের অস্থায়ী জামিন লাভ করেন। দু’দিন আগে সেই জামিনের মেয়াদ শেষ হয়ে যায়। মঙ্গলবার মোজাম্মেল হকসহ পাঁচ আসামি টাঙ্গাইলের মূখ্য বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালতের বিচারক আবুল মনসুর মিয়া জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
এদিকে, মোজাম্মেল হকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবিতে মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টির একাংশ টাঙ্গাইল শহরে বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় শহীদ মিনারে সমাবেশ করে।
দলের জেলা শাখার সদস্য মাহফুজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে জেলা জাতীয় মহিলা পার্টির সভাপতি মনোয়ারা বেগম, মধুপুর উপজেলা শাখার সভাপতি এমএ হান্নান ইস্পাহানি, কালিহাতী উপজেলা শাখার সভাপতি আব্দুল আজিজ, শহর জাতীয় পার্টির নেতা আহসান খান, শ্রমিক পার্টির আতোয়ার রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
আরএ