উদ্ভূত পরিস্থিতিতে দলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবার নড়েচড়ে বসেছে হাইকমান্ড। ক্ষমতার আধিপত্য, রাজনৈতিক শিষ্টাচার ও সাংগঠনিক কার্যক্রমে একতা ফিরিয়ে আনতে ঢাকায় তলব করা হয়েছে রাজশাহীর সংসদ সদস্যসহ জেলা ও নগর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের।
আগামী বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডিতে তাদের নিয়ে বসবেন দলীয় প্রধান। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সবাই এবং মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন কেন্দ্রীয় নেতারা।
রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী বলেন, জেলা আওয়ামী লীগের চলমান অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও গ্রুপিংয়ের কারণে গত রাজশাহী সিটি নির্বাচনের আগেই কেন্দ্র থেকে বলা হয়েছিল নির্বাচনের পর বসা হবে। চলমান বিভক্তি ও দ্বন্দ্ব-সংঘাত নিরসনে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দ্রুত এ ধরনের বৈঠকে বসার প্রয়োজন ছিল। তাই এটা সঠিক সময়োপযোগী সিদ্ধান্ত হয়েছে।
রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য জেলা ও মহানগর আওয়ামী লীগকে ডাকা হয়েছে। সংগঠনের বড় সমস্যা চিহ্নিত করে তার সমাধান নেত্রীকে দিতে হবে। সংসদ নির্বাচনের আগে এটা রুটিন ওয়ার্ক। ইতোমধ্যেই জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সবাইকে সভায় যোগ দেওয়ার বার্তা পাঠানো হয়েছে।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও নব নির্বাচিত সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন জানান, ওই বৈঠকে মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের থাকতে বলা হয়েছে। সেখানে তিনিসহ মহানগর আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতাই উপস্থিত থাকবেন।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
এসএস/এএ