মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় মৌলভীবাজারের জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন শেষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের অধিনে আর কখনো নির্বাচন হবে না।
মন্ত্রী আরো বলেন, ‘মাঠের খেলায় কেউ হারবে কেউ জিতবে এটাই নিয়ম। আমরা গত সিটি নির্বাচনে সবখানে বিজয়ী হয়েছি শুধুমাত্র সিলেটে হেরেছি। আমরা জনগণের রায় মেনে নিয়েছি। নির্বাচন সুষ্ঠু হচ্ছে তার কোনো সন্দেহ নেই। তাই আমার চাই জাতীয় নির্বাচনে খালেদা জিয়ার দল মাঠে এসে খেলবে। মাঠে এসে যে দল গোল দেবে তারাই জয়ী হবে। ’
এসময় বিএনপি নেতা খালেদা জিয়ার সমালোচনা করে নাসিম বলেন, তিনি দুর্নীতির দায়ে জেল কাটছেন। এখানে আওয়ামী লীগের কোনো ভূমিকা নেই। আদালত তাকে কারাভোগ দিয়েছেন, এটা আওয়ামী লীগ করেনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির শাসনামলে দেশে অরাজকতা সৃষ্টি হয়েছিলো। খালেদা সরকার খুনিদের বিচার না করে প্রশ্রয় দিয়েছিলো। যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর খুনিদের তিনি সঙ্গে নিয়ে ঘুরেছেন। বিচারের নামে প্রহসন করেছে তারা। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে এসব খুনি ও অপরাধীদের বিচার করেছে। খালেদা জিয়া জঙ্গিবাদকে প্রশ্রয় দিয়েছিলেন কিন্তু শেখ হাসিনা এসে কঠোর হাতে জঙ্গিদের দমন করেছেন। ’
১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বিএনপি-জামায়াতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের জ্বালাও পোড়াও করলে প্রশাসন আপনাদের প্রতিহত করতে প্রস্তুত রয়েছে। ষড়যন্ত্র করে অন্যভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবেন না। র্নিবাচন হবে প্রকাশ্য, সাংবাদিকদের ক্যামেরা সব দেখবে। ভয় পাবেন না। মাঠে আসেন। ’
অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মৌলভীবাজার ২ আসনের সংসদ সদস্য আব্দুল মতিন, জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, জুড়ী উপজেলা চেয়ারম্যান গুলশান আরা মিলি, বড়লেখা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান কামরুল ইসলাম, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, জুড়ী উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক বদরুল হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- স্বাস্থ্য বিভাগের পরিচালক হাসেম খান, জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, ভারপ্রাপ্ত সিভিল সার্জন বিরেন্দ্র ভৌমিক, জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অসীম কুমার বণিকসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা।
এর আগে দুপুরে জুড়ী বাছিরপুর এলাকায় ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র উদ্বোধন করেন মন্ত্রী।
বাংলাদেশ সময় ১৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
আরএ