ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

প্রধানমন্ত্রীর বক্তব্যকে বি. চৌধুরীর অভিনন্দন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৮
প্রধানমন্ত্রীর বক্তব্যকে বি. চৌধুরীর অভিনন্দন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বদরুদোজ্জা চৌধুরী (ফাইল ফটো)

ঢাকা: যুক্তফ্রন্ট নিয়ে সম্প্রতি সংবাদ সম্মেলনে বক্তব্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. একিউএম বদরুদোজ্জা চৌধুরী।

সদ্য গঠিত রাজনৈতিক জোট যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারার সভাপতি বলেছেন, প্রধানমন্ত্রী তার বক্তব্যে যুক্তফ্রন্ট ও গণফোরামের ঐক্য সম্পর্কে যে ইতিবাচক মন্তব্য করেছেন, এর জন্য তাকে অভিনন্দন জানাই। কেননা, আমরা প্রধানমন্ত্রীর এই কথাকে সরকারের গণতান্ত্রিক মনোভাব প্রমাণ করার প্রচেষ্টা হিসেবে দেখতে চাই।

একই সঙ্গে জাতীয় নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার, নির্বাচন কমিশন গঠন ও দুই মাস আগে সংসদ ভেঙে দেওয়ারও আহ্বান জানান সাবেক এই রাষ্ট্রপতি।

মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বি. চৌধুরী এ অভিনন্দন জানিয়েছেন।  

বিবৃতিতে মিটিং, মিছিল ও প্রচারণায় বাধা না দেওয়া এবং রাজবন্দিদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, আমরা আশা করি, সকল গণতান্ত্রিক শক্তির মধ্যে বৃহত্তর একতা সৃষ্টির লক্ষ্যে আমাদের প্রচেষ্টাকে প্রতিহত করার চেষ্টা করা হবে না।

‘নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার ও নির্বাচন কমিশন থাকতে হবে। এছাড়া সংসদ অন্তত দুই মাস আগে ভেঙে দিতে হবে। ’

যুক্তফ্রন্টের চেয়ারম্যান বলেন, সরকারি আদেশে নিষিদ্ধ টেলিভিশন চ্যানেল ও সংবাদপত্র মুক্ত করে সমস্ত সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হোক। আমরা গণতান্ত্রিক আবহ সৃষ্টির গ্যারান্টি চাই।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনে নির্বাচনের আগে ৩০ দিন এবং নির্বাচনের পর ১০ দিন মোট ৪০ দিন ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ সামরিক বাহিনীকে শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দিবে হবে।

‘আমাদের নেতাদের সম্পর্কে প্রধানমন্ত্রীর অন্যান্য ব্যক্তিগত মন্তব্য শোভনীয় নয়। এগুলোর জবাব দেওয়ার থাকলেও এই মুহূর্তে জবাব দেওয়ার প্রয়োজন নাই,’ যোগ করেন এ রাজনীতিবিদ।
 
বাংলাদেশ সময় : ২০১৫ ঘন্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
এমএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।