বুধবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর সড়কে আওয়ামী লীগ, মহাজোটের নেতাকর্মী, নবনির্বাচিত কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এসময় বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মেয়র পত্নী ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহীন আকতার রেনী, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সৈয়দ শাহাদাত হোসেন, মুক্তিযোদ্ধা মীর ইকবাল, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার প্রমুখ।
এর আগে বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ নেন রাসিক মেয়র। অনুষ্ঠানে শপথ পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় সিটি করপোরেশনের কাউন্সিলরদের শপথ পাঠ করান স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
উল্লেখ্য, গত ৩০ জুলাই রাসিক নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হন মহানগর আওয়ামী লীগ সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৮
এসএস/এনএইচটি