বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) ভোর রাত পর্যন্ত জেলার তিনটি উপজেলার বিভিন্ন গ্রামে পুলিশের একাধিক টিম এ অভিযান চালায়।
পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নির্দেশে মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর থানা পুলিশ জেলার বিভিন্ন স্থানে রাতভর অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের এসব নেতাকর্মীদের আটক করে।
পুলিশ সুপারের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, গাংনী থানা পুলিশ ২৩ জন, সদর থানা পুলিশ ১৯ জন ও মুজিবনগর থানা পুলিশ ২ জনকে আটক করে।
পুলিশের পক্ষ থেকে বিস্ফোরক দ্রব্য অাইনে পৃথক দু’টি মামলা দিয়ে আটক নেতাকর্মীদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কন্ট্রোল রুম।
এদিকে, জেলা বিএনপির পক্ষে সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বর্তমান সরকার বিরোধী দলকে ভীত সন্ত্রস্ত করতে নির্বিচারে বিএনপি ও জামায়াতের নেতা কর্মীদের গ্রেফতার করছে। তিনি এসব মিথ্যা মামলায় নির্বিচারে গ্রেফতার ও হয়রানি বন্ধ ও গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
বাংলাদেশ সময়: ০৮১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮
আরএ