ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়ার সুবিধার্থে কারাগারে আদালত বসানো হয়েছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৮
খালেদা জিয়ার সুবিধার্থে কারাগারে আদালত বসানো হয়েছে

ঢাকা: খালেদা জিয়া সুবিধার্থে কারাগারে আদালত বসানো হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, এ নিয়ে মানুষকে বিভ্রান্ত করতে বিএনপি নেতারা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন।

বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার হিলটপ রেস্টহাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, সর্বপ্রথম কারাগারে আদালত বসিয়ে ছিল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান।

সে সময় ওই আদালতে কর্নেল তাহেরের ফাঁসি দিয়েছিল। খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিল তখন এরশাদ সাহেবের জন্য কারাগারে আদালত বসানো হয়েছিল। এখন কারাগারে আদালত বসানোর মূলকারণ হচ্ছে তার (খালেদা জিয়া) সুবিধার্থে। কারণ তিনি অসুস্থ, তাই কারাগারের বাইরে যেতে পারছিলেন না। মামলার তারিখ পড়ছিল বার বার। গত ৬ মাস ধরে তিনি এক দিনও হাজির হতে পারেন নাই। তাই তার জন্য কারাগারে আদালত বসানো হচ্ছে।

তিনি বলেন, বিএনপি যতো কথাই বলুক না কেন আমরা আশাকরি তারা গতবারের মতো নির্বাচন বর্জন করে আত্মহননের পথ বেছে নেবে না। এবার নির্বাচনে অংশগ্রহণ করে তারা তাদের জনপ্রিয়তা যাচাই করবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, পৌর মেয়র মুজিবুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।