ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

রাজনীতি

সাতক্ষীরায় ২ জামায়াত নেতাসহ ৯ মাদ্রাসা শিক্ষক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৩, সেপ্টেম্বর ৬, ২০১৮
সাতক্ষীরায় ২ জামায়াত নেতাসহ ৯ মাদ্রাসা শিক্ষক আটক

সাতক্ষীরা: সাতক্ষীরা সদর পশ্চিম জামায়াতের সেক্রেটারি ও আগরদাঁড়ি ইউনিয়ন জামায়াতের আমিরসহ সদর উপজেলার বকচরা আহমাদিয়া দাখিল মাদ্রাসার নয় শিক্ষককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জামায়াতের সেক্রেটারি মওলানা শাহাদাত হোসেন, ইউনিয়ন জামায়াতের আমির মওলানা আবদুস সামাদ, গোলাম সরোয়ার, হাফিজুর রহমান, আবুল খায়ের, মোজাম্মেল হক, মোজাফফর হোসেন, আজম ফারুক ও আবদুল হামিদ।

তারা সবাই ওই মাদ্রাসার শিক্ষক।

মাদ্রাসার সুপার মো. রমজান আলি বাংলানিউজকে জানান, তিনি গত ১ এপ্রিল ওই মাদ্রাসায় যোগদান করেছেন। যাদের আটক করা হয়েছে তাদের কেউ জামায়াত করেন কিনা তা তিনি জানেন না। তবে তাদের যখন আটক করা হয়, তারা সবাই ক্লাসরুমে ক্লাস নিচ্ছিলেন।

সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, জামায়াত সংশ্লিষ্ট বেশ কয়েকজন শিক্ষক বকচরা আহমাদিয়া দাখিল মাদ্রাসায় চাকরি করেন। তারা বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসার একটি কক্ষে গোপন বৈঠক করছিলেন। এসন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকের পর যাচাই বাছাইয়ের কাজ চলছে। প্রাথমিকভাবে দু’জনের জামায়াত সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।