ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

রাজনীতি

আ’লীগ জিতলে সবাই শান্তিতে থাকবে: মতিয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪৩, সেপ্টেম্বর ৮, ২০১৮
আ’লীগ জিতলে সবাই শান্তিতে থাকবে: মতিয়া আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন মতিয়া চৌধুরী-ছবি-বাংলানিউজ

ঢাকা: আগামী নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হলে সব সম্প্রদায়ের মানুষ শান্তিতে থাকবেন বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

শুক্রবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

মতিয়া চৌধুরী বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই।

আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে শান্তি আসবে। সাধারণ মানুষেরা শান্তিতে বসবাস করতে পারবেন। আওয়ামী লীগকে ক্ষমতায় না আনলে বিরোধী দল দেশে রক্ত ঝরাবে, দেশের মানুষকে অশান্তিতে রাখবে।

আলোচনা সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার বলেন, আগামী নির্বাচনে সবার কাছে একটাই পথ- আওয়ামী লীগের নৌকা মার্কাকে বিজয়ী করা। শেখ হাসিনার সরকার ছাড়া অন্য কোনো সরকার ক্ষমতায় এলে এ দেশে অশান্তি শুরু হবে। রাজাকাররা দেশ চালাবে। তাই দেশের স্বার্থে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে সব সম্প্রদায়কে একসঙ্গে কাজ করতে হবে।

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শ্রী শৈলেন্দ্রনাথ মজুমদারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় ধর্মীয় আলোচক ছিলেন শ্রীমৎ স্বামী জ্ঞান প্রকাশানন্দ মহারাজ। বক্তব্য রাখেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত, সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৮
ইএআর/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।