শনিবার (৮ সেপ্টেমর্) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ঢাকা ফোরাম আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এ মন্তব্য করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি এম হাফিজ উদ্দিন।
হাফিজ উদ্দিন বলেন, দেশের কোনো প্রতিষ্ঠান নিরপেক্ষ ও সৎ নেই।
তিনি বলেন, আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের কথা বলে সাড়ে ৪ হাজার কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এটা একনেকে পাশ হওয়ার আগেই একটি বাহিনী ব্যাংকের মাধ্যমে লেটার অব ক্রেডিট (এলসি) খুলে রেখেছে। ব্যাংকগুলোও এলসি খোলার অনুমতি দিলো কিভাবে আমার জানা নেই।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ বলেন, সরকার জিডিপির প্রবৃদ্ধি দেখাচ্ছে। এটার পরিবর্তন করা যায়। শুধু অর্থনৈতিক উন্নয়নের কথা না বলে রাজনৈতিক অধিকার ও ভোটের অধিকার নিয়েও কথা বলতে হবে। মনে রাখতে হবে গণতন্ত্র ও উন্নয়ন অঙ্গাঙ্গিভাবে জড়িত। গণতন্ত্র ছাড়াও কিছু দেশে উন্নয়ন হয়েছে। কিন্তু সে উন্নয়ন টেকসই ও সমতাভিত্তিক নয়।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেন বলেন, ক্ষমতায় থেকে ক্ষমতা না ছাড়ার নির্বাচন জাতিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবে। মনে রাখতে হবে, অবাধ নির্বাচনের দাবি, জাতীয় দাবি এটা কোনো দল বিশেষের দাবি না। সংসদীয় গণতন্ত্রের নির্বাচন সংসদীয় ব্যবস্থার মধ্যেই নিহিত।
গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য রাখেন-সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, অর্থনীতিবিদ আবু আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশেদ তিতুমীর, ড. দিলারা চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক ম. ইনামুল হক প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৮
ইএআর/আরআর