ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খুলনায় বিএনপির প্রতিবাদ বিক্ষোভ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৮
খুলনায় বিএনপির প্রতিবাদ বিক্ষোভ  খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতিবাদ

খুলনা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ করেছে খুলনা জেলা ও মহানগর বিএনপি। 

খুলনা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রজ্ঞাপন জারির মাধ্যমে কারাগারের ভেতরে আদালত বসিয়ে পরিচালনার প্রতিবাদে খুলনায় বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে।

শনিবার (০৮ সেপ্টেম্বর) মহানগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে জেলা ও মহানগর বিএনপি পৃথক পৃথক ভাবে এ কর্মসূচি পালন করে।

বেলা ১২টার দিকে মহানগর বিএনপির প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

এ সময় তিনি কারাগারে গুরুতর অসুস্থ খালেদা জিয়ার মুক্তি এবং লুট হয়ে যাওয়া জনগণের ভোটের অধিকার ফিরে পেতে দলীয় নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

সভা থেকে শুক্রবার (০৭ সেপ্টেম্বর) রাতে খানজাহান আলী থানা পুলিশ অভিযান চালিয়ে যুবদল নেতা রবিউল ইসলাম এবং ছাত্রদল নেতা সবুজ হাওলাদারকে গ্রেফতারের নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।

বিএনপি নেতা আসাদুজ্জামান মুরাদের পরিচালনায় কর্মসুচিতে বক্তব্য রাখেন খুলনা সিটি মেয়র মনিরুজ্জামান মনি, বিএনপি নেতা সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, জাফরউল্লাহ খান সাচ্চু, জলিল খান কালাম, অ্যাড. এস আর ফারুক প্রমুখ।

এদিকে সকাল ১১টার দিকে খুলনা জেলা বিএনপির প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে সভাপত্বি করেন খুলনা জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর এজাজ খানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা খান জুলফিকার আলী জুলু, কামরুজ্জামান টুকু, চৌধুরী কওসার আলী, খান আলী মুনসুর, সাইফুর রহমান মিন্টু, অ্যাডভোকেট শরিফুল ইসলাম জোয়াদ্দার, অ্যাডভোকেট মাসুম আল রশিদ, ডা. আব্দুল মজিদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮ , ২০১৮
এমআরএম/এএইচ    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।