ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

রাজনীতি

মাগুরায় ছাত্রলীগের ২ নেতাকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৯, সেপ্টেম্বর ১০, ২০১৮
মাগুরায় ছাত্রলীগের ২ নেতাকে কুপিয়ে জখম আহত ছাত্রলীগ নেতা

মাগুরা: মাগুরায় জামরুলতলা এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বেঞ্চে বসা নিয়ে কেন্দ্র করে ছাত্রলীগের দুই নেতাকে কুপিয়ে জখম করেছেন ছাত্রলীগের অপর এক নেতা।

রোববার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- হাজরাপুর ইউনিয়নের মিঠাপুর গ্রামের গোলাম মস্তফার ছেলে মো. তিতাস  (২৪) ও তার ভাই ওই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. গিয়াস উদ্দিন (২৫)।

মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদি হাসান রুবেল বাংলানিউজকে বলেন, তিতাস ও গিয়াস তারা আপন দুই ভাই।  বিশেষ কাজে তারা গ্রাম থেকে জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডুর সঙ্গে দেখা করতে আসেন। এসময় পার্টি অফিসের সামনে একটি দোকানে বেঞ্চে বসা নিয়ে গিয়াস ও ছাত্রলীগের নেতা রথির মধ্যে কথা-কাটাকাটি হয়।  

পরে পারনান্দয়ালী এলাকার ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রথি ধারালো দা দিয়ে গিয়াসের উপর আক্রমণ চালায়। ছোট ভাই তিতাস এগিয়ে আসলে তাকে কুপাতে থাকে। এসময় সহযোগীরা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।

মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, অভিযুক্তকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ০৩১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।