ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সোনারগাঁয়ে বিএনপির ৭৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
সোনারগাঁয়ে বিএনপির ৭৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়ন বিএনপির ৭৪ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার প্রস্তুতির অভিযোগে মামলা করেছে পুলিশ।

সোমবার (১০ সেপ্টেম্বর) বিকেলে মামলায় সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম সরকারকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।

রোববার (৯ সেপ্টেম্বর) রাতে তালতলা ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

 

মামলায় আসামিরা হলেন- সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক সেলিম সরকার, সোনারগাঁ থানা ছাত্রদল নেতা মোহাম্মদ কাউসার, মনিরুজ্জামান লিটন, আল আমিন হোসেন অভি, আজিজুল ইসলাম আজিজ, সোনারগাঁও তাঁতী দলের সাধারণ সম্পাদক শাহ আলম, লিটন মিয়া, শাহিনুল ইসলাম, জসিমউদ্দিন, সোহেল, নাজমুল, সালাম ভূঁইয়া, জামাই সেলিম, নাসির উদ্দিন, রোকন, নজরুল ইসলাম, মোস্তফা, রিপন শিকদার, মামুন শিকদার, হাফিজুল ইসলাম, রিয়াজ মোল্লা, অ্যাডভোকেট খোরশেদ আলম, জসিম উদ্দিন, সালাম, ইকবাল হোসেন, জুবায়ের, ইসহাক মাওলানা, শফিকুল ইসলাম, সামসুদ্দিন, রফিকুল ইসলাম ভূঁইয়া, ইব্রাহিম, মোমেন, মাইনউদ্দিন, আবু বকর, রমজান, সুমন মোল্লা, রমজান আলী, আবু বকর, হাফিজুল, নাজমুল মোল্লা, শফিক বিহারীসহ অজ্ঞাত ৩০ জন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, শনিবার (৮ সেপ্টেম্বর) রাতে সেলিম ও কামরুজ্জামান সাদিপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের নিয়ে নয়াপুর মাঠে সরকার উৎখাতের ষড়যন্ত্র ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বিস্ফোরকদ্রব্য দিয়ে হামলার ষড়যন্ত্র করছেন, এমন সংবাদের ভিত্তিতে তালতলা পুলিশ ফাঁড়ির এসআই শফিকুল ইসলাম ফোর্স নিয়ে ওই সভা থেকে সেলিমকে গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সভার অন্যরা পালিয়ে যান।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।