ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদার মুক্তির দাবিতে বরিশালে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
খালেদার মুক্তির দাবিতে বরিশালে মানববন্ধন মানববন্ধনে বিএনপির নেতাকর্মীরা। ছবি: বাংলানিউজ

বরিশাল: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও অসংবিধানিকভাবে কারাগারের ভেতরে আদালত স্থাপন করার প্রতিবাদে বরিশালে জেলা ও মহানগর বিএনপি মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

সোমবার (১০ জুলাই) সকালে বরিশাল নগরের অশ্বিনী কুমার হল চত্বরে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বরিশাল দক্ষিণ ও উত্তর জেলা বিএনপি।

মানববন্ধনে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ পান্না, উত্তর জেলা বিএনপি সহ-সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, বরিশাল কোতোয়ালি বিএনপির সভাপতি অ্যাডভোকেট এনায়েত হোসেন বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লাবু, উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি আ. মাজেদ মন্নান মাস্টার, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির হাওলাদার, বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জমাদ্দার প্রমুখ।

জেলা বিএনপির কর্মসূচির পরপরই একই স্থানে একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে বরিশাল মহানগর বিএনপি।

মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সহ-সভাপতি অ্যাডভোকেট আখতার হোসেন মেবুল, মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার জিয়া, সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু, মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম রনি প্রমুখ।

জেলা ও মহানগর বিএনপির পৃথকভাবে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।  

মানববন্ধনে বক্তারা নিরপেক্ষ সরকারের অধীনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং দ্রুত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

এদিকে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও অসংবিধানিকভাবে কারাগারের ভেতরে আদালত স্থাপন করার প্রতিবাদে ঝালকাঠি জেলা বিএনপির মানববন্ধন পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে।  

ঝালকাঠি বিএনপির নেতাকর্মীরা জানান, সকালে পৌর শহরের ফায়ার সার্ভিস সড়কে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। কিন্তু কর্মসূচির শুরুর আগেই পুলিশ জেলা বিএনপির কার্যালয়সহ আশপাশের এলাকায় অবস্থান নেয়। এতে পুলিশি বাধার মুখে মানববন্ধন কর্মসূচি পণ্ড হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।