সোমবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে একাদশ সংসদ নির্বাচন স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়া করার মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানান বক্তারা।
‘ফ্যাসিবাদি দুঃশাসন রুখে দাঁড়ানো ও ভোটাধিকারসহ গণতান্ত্রিক অধিকার রক্ষা’র জন্য এ সমাবেশের আয়োজন করা হয়।
সভাপতির বক্তব্যে বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক সাইফুল হক বলেন, ডাণ্ডাবাজি, গুণ্ডাবাজি করে ২০১৪ সালে একটি নির্বাচনী বৈতরণী পার করেছে সরকার। এটা দুর্ভাগ্যজনক। আপনারা (আওয়ামী লীগ) এক সময় ভোটের জন্য আন্দোলন করেছেন। এখন আপনারা মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলছেন। আরেকটি একতরফা নির্বাচনের পাঁয়তারা করা হলে জনগণ তা প্রতিহত করবে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, বাজার অর্থনীতির এই দেশে আওয়ামী লীগ-বিএনপি যেই আসুক জনগণের ভাগ্যের কোন পরিবর্তন হয়না। শুধু লুটপাট হয়। বিকল্প জোটের মাধ্যমে রাস্তায় আন্দোলন করে এই সরকারের দুঃশাসনের অবসান ঘটাতে চাই। জিয়াউর রহমান, এরশাদের আমলে মানুষ ভোট দিতে পারেনি। আমরা রাস্তা থেকেই এই দুঃশাসনের অবসান ঘটাতে চাই।
গণতান্ত্রিক বাম মোর্চার সাধারণ সম্পাদক মোশরেফা মিশু বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। এজন্য আমরা লড়ছি। এই আন্দোলন চলবে।
এ সময় সিপিবির উপদেষ্টামণ্ডলীর সদস্য মঞ্জুরুল আহসান খান, সিপিবির নেতা রুহিন হোসেন প্রিন্স, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
এসই/জেডএস