মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জে বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের আয়োজনে ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠীর ভাষা ও সাহিত্য-সংস্কৃতির বিকাশ এবং প্রাক-প্রাথমিক শিক্ষা চালুসহ শিক্ষার মান উন্নয়ন বিষয়ক এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, ‘যেকোন সুস্থ বুদ্ধির মানুষ এমনকি আমাদের শুত্রুরাও বিশ্বাস করে গত ১০ বছরে যে উন্নয়ন হয়েছে তা আগে কখনোই সম্ভব হয়নি।
আদিবাসী ফোরামের সভাপতি পিডিশন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল আওয়াল, মৌলভীবাজারের জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হকসহ আদিবাসী ফোরামের নেতারা।
এর আগে বিভিন্ন নৃ-জাতিগোষ্ঠী সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদের পরিবেশনায় নিজস্ব সাংস্কৃতি তুলে ধরেন। মন্ত্রী এসব মনোমুগ্ধকর পরিবেশনা উপভোগ করেন।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১ ৮
আরএ