মঙ্গলবার (১১ সেপ্টম্বর) দুপুরে মহানগরের কাদিরগঞ্জ এলাকায় পারিবারিক কবরস্থানে কামারুজ্জামানের কবর জিয়ারত করেন রাসিক মেয়র। এসময় রাসিক মেয়রের একান্ত সহকারী এএইচএম আশিকুজ্জামান শাওনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এর আগে গত ৩ সেপ্টেম্বর শপথ নেওয়ার জন্যে ঢাকায় যান মেয়র খায়রুজ্জামান লিটন। ৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে শপথ গ্রহণ করেন তিনি।
পরে তিনি রাজশাহীর নেতাদের সঙ্গে নিয়ে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সোমবার (১০ সেপ্টম্বর) ট্রেন যোগে রাজশাহীতে ফেরেন। রাত ১০টায় স্টেশনে পৌঁছালে দলীয় নেতাকর্মীসহ হাজার হাজার মানুষ মেয়রকে সংবর্ধনা জানান।
মঙ্গলবার সকাল থেকে মেয়রের বাসভবনে ভিড় জমান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এসময় রাজশাহী শিক্ষক সমিতি, আরডিএ মার্কেটব্যবসায়ীসহ নানান শ্রেণি-পেশার মানুষ মেয়রকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
এসএস/এনএইচটি