ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

রাজনীতি

নির্বাচনে যাওয়া না যাওয়া বিএনপির সিদ্ধান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২২, সেপ্টেম্বর ১১, ২০১৮
নির্বাচনে যাওয়া না যাওয়া বিএনপির সিদ্ধান্ত বক্তব্য রাখছেন মাহবুব-উল-আলম হানিফ ছবি: বাংলানিউজ

কুষ্টিয়া: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপি নির্বাচনে যাবে কিনা তা তাদের সিদ্ধান্তের ব্যাপার। গণতান্ত্রিক পদ্ধতিতে যেকোন রাজনৈতিক দলের যেকোন সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার আছে। কোন রাজনৈতিক দল যদি মনে করে তারা নির্বাচনে অংশ নেবে নিতে পারে, আবার যদি মনে করে নির্বাচনে অংশ নেবে না, নাও নিতে পারে। 

‘খালেদা জিয়ার মুক্তি ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না’-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের প্রেক্ষিতে মঙ্গলবার (১১ সেপ্বেটেম্লাবর) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ায় নিজ বাসভবনে এসব কথা বলেন হানিফ।
 
হানিফ আরও বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করে যে ভুল করেছিল আগামী সংসদ নির্বাচন বর্জন করলে সেটি হবে তাদের জন্য আত্মঘাতি সিদ্ধান্ত।

 

এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯১৬  ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।