ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নাশকতার মামলা প্রত্যাহারের দাবি কাদের সিদ্দিকীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
নাশকতার মামলা প্রত্যাহারের দাবি কাদের সিদ্দিকীর সভায় বক্তব্য রাখছেন কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি কাদের সিদ্দিকী। ছবি: বাংলানিউজ

টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে বিএনপি ও কৃষক শ্রমিক জনতালীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে পুলিশের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি কাদের সিদ্দিকী।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডাকবাংলো চত্বরে উপজেলা কৃষক শ্রমিক জনতালীগ আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এ দাবি জানান।

কাদের সিদ্দিকী বলেন, মামলায় উল্লেখিত তিন টুকরো পাটকেল আর দেড় ফুটের দুখণ্ড রড ও কাঠের টুকরো দিয়ে কখনো নাশকতা হয় না।

তাই আমি শুধু আমার দলের নেতার নাম বাদ দিতে বলবো না, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলারও প্রত্যাহার চাই।

গত ৭ সেপ্টেম্বর সখীপুর থানা পুলিশ বিএনপির ১৫ জন ও কৃষক শ্রমিক জনতালীগের উপজেলা কমিটির সাধরণ সম্পাদক মীর জুলফিকার শামীমের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০/৬০ জনের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির পরিকল্পনার মামলা করে। ওই মামলার প্রতিবাদেই উপজেলা কৃষক শ্রমিক জনতালীগ প্রতিবাদ সভার আয়োজন করে।

ইতোমধ্যে ওই মামলার ছয় আসামিকে (বিএনপি নেতা) পুলিশ গ্রেফতার করে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

প্রতিবাদ সভায় উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি আতিকুর রহমান আতোয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা, জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এসএম সালেক হিটলু, সহ-সভাপতি আবদুল হালিম সরকার, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মীর জুলফিকার শামীম, যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাবিবুন্নবী সোহেল প্রমুখ।

মামলার বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম তুহিন আলী বলেন, কৃষক শ্রমিক জনতালীগের ওই নেতার নাম মামলায় ভুল করে লেখা হয়েছে। প্রকৃতপক্ষে বিএনপির শামীম নামের এক নেতার স্থলে তার নাম ওঠেছে। মামলাটির সংশোধনী পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।