ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

রাজনীতি

বরিশালে বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২৬, সেপ্টেম্বর ২৪, ২০১৮
বরিশালে বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন মানববন্ধনে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। ছবি: বাংলানিউজ

ব‌রিশাল: বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।

রোববার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নগর সদর রোডের বিএনপি দলীয় কার্যালয়ের সামনে মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা এ মানববন্ধনের আয়োজন করেন।

মানববন্ধনে বক্তারা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।



মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহাবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম সমির, খান মো. আনোয়ার, মতিউর রহমান মিঠু, তারেক সোলাইমান, সাইদুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।