ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইভিএম ভোট কারচুপির মাধ্যম: ড. এমাজউদ্দীন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
ইভিএম ভোট কারচুপির মাধ্যম: ড. এমাজউদ্দীন ‘ইভিএম বর্জন: জাতীয় নির্বাচন’ শীর্ষক আলোচনা সভা

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিএনপিপন্থি বুদ্ধিজীবী অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ বলেছেন, নির্বাচনে ইভিএম ভোট  কারচুপির মাধ্যম।  পৃথিবীর কোনো দেশেই ইভিএম গ্রহণযোগ্যতা পায়নি। তাই নির্বাচনের আগে তাড়াহুড়ো করে ইভিএম কেনা দুরভিসন্ধিমূলক। 

বুধবার (২৬ সেপ্টেম্ব) দুপুরে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত ‘ইভিএম বর্জন: জাতীয় নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আগামী নির্বাচনের ইশতেহার ঘোষণার আগে সংসদ ভেঙে দেওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রবিজ্ঞানী এমাজউদ্দীন আহমদ বলেন, সংসদ না ভেঙে নির্বাচনের কোনো সুযোগ নেই।

২০১৪ সালের নির্বাচন সম্পূর্ণ অবৈধ।

বিএনপিকে উদ্দেশ্য করে বলেন তিনি বলেন, জাতীয় ঐক্য প্রক্রিয়ার মধ্য থেকে যারা নির্বাচনে অংশ নেবেন তারা যেন নিরপেক্ষ  হন। ঐক্য প্রক্রিয়া সারা দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে।

সংগঠনের সভাপতি এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা শামসুল হক, ঢাকা কলেজ  ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুব  আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
টিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।