ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদাকে ‘মাইনাস’ করছেন বিএনপি নেতারা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
খালেদাকে ‘মাইনাস’ করছেন বিএনপি নেতারা

ঢাকা: সুচতুরভাবে বিএনপির নেতারা খালেদা জিয়া ও তারেক রহমানকে মাইনাস করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

বুধবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
  
হাছান মাহমুদ বলেন, ড. কামাল হোসেন ও বদরুদ্দোজা চৌধুরীকে ভাড়া করে অত্যন্ত সুচতুরভাবে তারা (বিএনপি) খালেদা জিয়া ও তারেক রহমানকে মাইনাস করছে।

তারা (বিএনপি) চায় না খালেদা জিয়া মুক্তি পাক। তারা (বিএনপি) চায় খালেদা জিয়া কারাগারেই থাকুক। আর এখন বিএনপির নেতারা খালেদা জিয়ার মুক্তির নামে যা বলছেন তা বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ধোঁকা দেওয়ার জন্যই বলছে।

ড. কামাল হোসেন এবং বি. চৌধুরী ভাড়ায় খেলছে উল্লেখ করে তিনি বলেন, খেলোয়াড় যেমন ভাড়ায় খেলে উনারাও ২০দলীয় জোটে এখন ভাড়ায় খাটতে গেছে। ভাড়া করা খেলোয়াড় যেমন পেমেন্ট অনুযায়ী খেলে ড. কামাল এবং বদরুদ্দোজা কতোটুকু খেলে নাকি মাঝপথে চলে যায়, সেটায় দেখার বিষয়।

তিনি আরও বলেন, সাম্প্রতিক জাতীয় ঐক্যের নামে কিছু নেতা এক সঙ্গে বসেছিলেন তাদের মধ্যে ড. কামাল হোসেন ১/১১ কুশীলবদের প্রধান উপদেষ্টা ছিলেন। আর সেখানে ব্যারিস্টার মইনুল হোসেনও ছিলেন। অর্থাৎ এ ঐক্য হচ্ছে স্বাধীনতা বিরোধী, সন্ত্রাসী, জঙ্গিগোষ্ঠী, সাম্প্রদায়িকগোষ্ঠী এবং ১/১১'র কুশীলবদের একটি ঐক্য। এখানে জনগণের কোনো সংশ্লিষ্টতা নেই।  

আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সারাহ বেগম কবরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ সভাপতি চিত্রনায়িকা নুতন, যুগ্ম সাধারণ সম্পাদক অরুনা বিশ্বাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
পিআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।