বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনের ভাসানী ভবনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আরও পড়ুন>>
** সমাবেশ নিয়ে ‘সংঘাত’র আশঙ্কা বিএনপির
সভার প্রধান অতিথি মওদুদ আহমদ বলেন, খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগে বলেছিলেন, জাতীয় ঐক্য সৃষ্টি করে এই সরকারের পতন ঘটাতে। আমরা সেই জাতীয় ঐক্য সৃষ্টির চেষ্টা করে যাচ্ছি। জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে। জাতীয় ঐক্যের মাধ্যমে বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে।
কারাবন্দি খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকারের গঠিত মেডিকেল বোর্ডের প্রতিবেদন আজ পর্যন্ত আমাদের দেওয়া হয়নি। আদালতে তা বারবার বলা হয়েছে।
‘কিন্তু এখনো সেই প্রতিবেদন দেওয়া হয়নি। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার চরম প্রতিহিংসার রাজনীতি করছে। ’
মওদুদ আহমদ বলেন, সরকার বাধ্য হবে আমাদের সঙ্গে সংলাপে বসতে। কারণ সংলাপ ছাড়া কোনো নির্বাচন নাই। সরকার যদি মনে করে ৫ জানুয়ারি মার্কা আরেকটা নির্বাচন করবে- তাহলে বলবো, তারা দিবা স্বপ্ন দেখছেন। বাংলাদেশে এটা আর কখনো হবে না।
সভায় অন্যদের মধ্যে মহিলা দল সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমদ, যুগ্ম সম্পাদক খালেদা ইয়াসমিন প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
টিএম/এমএ