ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

রাজনীতি

বেনাপোলে ভাঙা সাঁকো মেরামত করলো ছাত্রলীগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২২, সেপ্টেম্বর ৩০, ২০১৮
বেনাপোলে ভাঙা সাঁকো মেরামত করলো ছাত্রলীগ স্বেচ্ছাশ্রমে চলাচলের অনুপোযোগী হয়ে পড়া একটি সাঁকো মেরামত করছে ছাত্রলীগ কর্মীরা। ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোলে স্বেচ্ছাশ্রমে চলাচলের অনুপোযোগী হয়ে পড়া একটি সাঁকো মেরামত করেছে ছাত্রলীগ কর্মীরা। এতে মানুষের দুর্ভোগ লাঘব হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে অনেকে।

রোববার (৩০ সেপ্টেম্বর) সকালে বেনাপোল-বাহাদুরপুর সড়কের পাশে দুর্গাপুরে একটি খালের উপর এই সাঁকো মেরামত করে ছাত্রলীগ।

শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হোসেন বাংলানিউজকে জানান, এই বাঁশের সাঁকো ব্যবহার করে প্রতিদিন প্রায় সহস্রাধিক মানুষ যাতায়াত করতেন।

বিশেষ করে ছাত্র-ছাত্রীরা। কিন্তু সাঁকোটির বয়স হয়ে যাওয়ায় বাঁশ নষ্ট হয়ে অনেক স্থানে ভেঙে পড়ে। এতে অনেক রাস্তা ঘুরে স্থানীয়দের যাতায়াত করতে হচ্ছিলো। তাদের এই দুর্ভোগ লাঘব করতে সাঁকোটি মেরামতের উদ্যোগ নেয় ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগের সদস্যরা সাঁকো মেরামতে স্বেচ্ছাশ্রম দেয়।

বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন বলেন, একটি মহৎ কাজের সঙ্গে যুক্ত হলো শার্শা উপজেলা ছাত্রলীগ। ছাত্রলীগ একটি বৃহত্তম ঐতিহ্যবাহী সংগঠন। আন্দোলন, সংগ্রাম থেকে শুরু করে প্রতিটি ইতিবাচক কাজের সঙ্গে আছে এই সংগঠনটির সম্পৃক্ততা। তবে সময়ের সঙ্গে সঙ্গে ও সঠিক নির্দেশনার অভাবে দিন দিন সংগঠনটির ঐতিহ্য হারাতে বসেছিলো। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে ২৯তম ছাত্রলীগের সম্মেলনে সংগঠনটির সর্বোচ্চ দায়িত্ব তুলে দেন মেধাবী,পরিচ্ছন্ন ও পরিশ্রমী দুই কাণ্ডারির হাতে। এরপর থেকেই আবার নতুন করে স্বপ্ন দেখতে বসেছে ছাত্রলীগ সংগঠনটি। ইতোমধ্যে নিজেদের যোগ্যতারও প্রমাণ করেছে সংগঠনটি। তারই ধারাবাহিকতায় শার্শা উপজেলা ছাত্রলীগ একটি মানবিক কাজের সঙ্গে যুক্ত করলো নিজেদের। আগামীতে ছাত্রলীগ এমন কাজের ধারাবাহিকতা বজায় রেখে সব শ্রেণীর মানুষের অন্তরে স্থান করবে প্রত্যাশা রাখছি। তিনি মানবিক কাজে ছাত্রলীগকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
এজেডএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।