ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দুই মামলায় আমির খসরুর আগাম জামিন বহাল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৮
দুই মামলায় আমির খসরুর আগাম জামিন বহাল আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ফটো

ঢাকা: শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের সময় নাশকতা ও উসকানির অভিযোগের দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করেছেন আপিল বিভাগ।

সোমবার (১ অক্টোবর) প্রধান বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ এ খারিজাদেশ দেন।  
 
রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।


 
আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন।
 
গত ২৭ আগস্ট বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ তাকে দুই মামলায় ছয় ও সাত সপ্তাহের আগাম জামিন দেন।
 
হাইকোর্টের আদেশের পর শেখ একেএম মনিরুজ্জামান কবির সাংবাদিকদের জানিয়েছিলেন, তিনি (আমির খসরু মাহমুদ চৌধুরী) উচ্চ আদালতে এসে ঢাকা ও চট্টগ্রামের পৃথক মামলায় জামিন আবেদন করেছেন। আদালত ঢাকার মামলায় সাত সপ্তাহের ও চট্টগ্রামের মামলায় ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন।  
 
গত ৪ আগস্ট চট্টগ্রামের কোতোয়ালি থানায় এবং ৫ আগস্ট ঢাকায় এই দুই মামলা করা হয়।
 
হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। যেটি সোমবার খারিজ হয়ে যায়।
 
আপিলে আমির খসরুর আবেদন কার্যতালিকা থেকে বাদ
বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, অক্টোবর ০১,২০১৮
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।