ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সাভারে বিএনপির ২০ নেতাকর্মীর রিমান্ড আবেদন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৮
সাভারে বিএনপির ২০ নেতাকর্মীর রিমান্ড আবেদন বিএনপির ২০ নেতাকর্মীকে আদালতে পাঠানো হচ্ছে। ছবি: বাংলানিউজ

ঢাকা (সাভার): সাভারে নাশকতাকারী সন্দেহে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটক বিএনপির ২০ নেতাকর্মীকে আদালতে পাঠিয়ে পাঁচদিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

সোমবার (০১ অক্টোবর) দুপুরে তাদের ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।

আটকরা হলেন- সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদকের ভাই এরশাদ মিয়া, টাঙ্গাইলের কালিহাতি থানা ছাত্রদলের সভাপতি মিঠুন, বিএনপিকর্মী আনোয়ার হোসেন, শাকিল, স্বপন, ইব্রাহিম, আবু তাহের, মো. সেলিম, মাসুদ রানা, আয়নাল হক, আরশাদ আলী, রুবেল, আবু বকর সিদ্দিক, সেলিম মিয়া, ফরিদ, কবির, আল-মামুনসহ ২০ জন।

এর আগে রোববার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকায় যাওয়ার পথে সাভারের আমিনবাজার, বিরুলিয়াসহ রাজধানীর বিভিন্ন প্রবেশদ্বারে চেকপোস্ট বসিয়ে নাশকতাকারী সন্দেহে তাদের আটক করা হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বলেন, নিয়মিত মামলায় বিএনপির ২০ নেতাকর্মীকে আটক করে পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।