ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

রাজনীতি

কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি দুলাল গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৭, অক্টোবর ১, ২০১৮
কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি দুলাল গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে নাশকতা ও বিস্ফোরক মামলার আসামি কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি দুলাল আহমেদকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (০১ অক্টোবর) সকালে তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড চেয়ে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাসুদুর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, রুপগঞ্জ থানায় একটি নাশকতা মামলার প্রধান আসামি দুলাল। তার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনাও অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।