ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপির দফায় কিছু হবে না: স্বাস্থ্যমন্ত্রী

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৮
বিএনপির দফায় কিছু হবে না: স্বাস্থ্যমন্ত্রী আইইবি মিলনায়তনে এক সমাবেশে বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী নাসিম

ঢাকা: জনসভা থেকে বিএনপির ঘোষিত সাত দফার প্রতিক্রিয়ায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচনে আসেন, না এলে এসব দফা দিয়ে কিছু হবে না।

সোমবার (১ অক্টোবর) দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে এক সমাবেশে তিনি একথা বলেন।  

কর্মী সম্মেলন ও নির্বাচনী সংলাপ অনুষ্ঠানের আয়োজন করে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ।

সংগঠনের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান।  

সভায় প্রধান বক্তা ছিলেন ইসলামিক ফ্রন্টের মহাসচিব জয়নুল আবেদীন জুবাইর। বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতারা।

মন্ত্রী বলেন, এবার আমরা খালি মাঠে গোল দিতে চাই না। খেলে গোল দিতে চাই। নির্বাচনে আসুন। যদি নির্বাচন না করেন তাহলে এসব দফা রফা হয়ে যাবে। দফা একটাই, নির্বাচন হবে। এক দফা এক দাবি জনগণ আজ ঐক্যবদ্ধ। চক্রান্ত করে বারবার পিছিয়ে পড়ছেন। নির্বাচন ঠেকানোর কোনো শক্তি নেই।

তিনি বলেন, বিএনপির জন্য শেষ সুযোগ। যদি অস্তিত্ব রাখতে হয় তাহলে নির্বাচনে আসুন। জামাতের কথায় নির্বাচনে না এলে অস্তিত্ব থাকবে না, বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না। কাগজে থাকবে বিএনপি কিন্তু অস্তিত্ব থাকবে না।

চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ বলেন, ইসলামিক ফ্রন্ট কারো কাছে কোনো স্বার্থের জন্য যায়নি। নিঃস্বার্থভাবে আওয়ামী লীগের জন্য করে। আমরা সমাবেশ করে জনগণের কাছে বার্তা দিতে চাই, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হবে, জঙ্গিবাদ নির্মূল হবে।  

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৮
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।