ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মাদ্রাসাছাত্ররা এখন ডাক্তার-ইঞ্জিনিয়ার হচ্ছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৮
মাদ্রাসাছাত্ররা এখন ডাক্তার-ইঞ্জিনিয়ার হচ্ছে বক্তব্য রাখছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ছবি: বাংলানিউজ

নীলফামারী: সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, আগে মাদ্রাসায় লেখাপড়া করে একজন ছাত্র মসজিদের ইমাম বা শিক্ষক ছাড়া কিছু হতে পারতো না। আর এখন মাদ্রাসাছাত্ররা ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিলসহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাও হচ্ছে। উচ্চ শিক্ষার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারছে।

সোমবার (১ অক্টোবর) বিকেলের দিকে নীলফামারী আলিয়া মাদ্রাসার চারতলা ফাউন্ডেশনের একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় এ কাজে ব্যয় হচ্ছে ৭৫ লাখ টাকা।


 
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ডা. মমতাজুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন ভুঁইয়া, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মো. গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক (কল্যাণ ও পুনর্বাসন) সরকার ফারহানা আক্তার সুমি প্রমুখ।

মন্ত্রী এসময় আরও বলেন, আগে ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। বর্তমানে শেখ হাসিনার সরকার ধর্মীয় শিক্ষার মান উন্নত করেছে। ইসলামের মূল কথা হলো- সৎ মানুষ হওয়া, সঠিক কথা বলা, মানুষকে বিভ্রান্ত না করা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন তৈরি করেছেন। এছাড়া তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার জন্য জায়গা দিয়েছেন।  

মানুষ হত্যা, রাস্তা অবরোধ, গাছ কাটা, পুল-কালভার্ট ধ্বংস করা, পেট্রোল বোমা মেরে যানবাহন জ্বালিয়ে দেওয়া ইসলাম সমর্থন করে না, যোগ করেন মন্ত্রী।  

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।