মঙ্গলবার (২ অক্টোবর) সকালে জেলার সরাইল উপজেলার বাড়িউরা হাতিরপুল ঢাকা-সিলেট মহাসড়কের পাশে থেকে তাকে উদ্ধার করা হয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া বাংলানিউজকে বলেন, রাস্তার পাশে হাত-পা বাঁধা অচেতন অবস্থায় কাউন্সিলর শাকিলকে উদ্ধারের পর সরাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, উদ্ধারের পর থেকে কিছু বলতে পারছিলেন না শাকিল। হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর তিনি হাতে-কলমে তার পরিচয় লিখে দেন। পরে সিলেট রেঞ্জে যোগাযোগ করা হলে জানতে পারি অপহৃত শাকিল জকিগঞ্জ পৌর সভার কাউন্সিলর।
এদিকে, খবর পেয়ে জকিগঞ্জ থানার পুলিশ শাকিলকে আনতে সরাইলে পৌঁছেছে। এ সময় পুলিশের সঙ্গে শাকিলের ভাই সেলিম আহমদ ও সেখানে অবস্থান করছেন।
জকিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কল্লোল গোস্বামীর বাংলানিউজকে বলেন, অপহৃত কাউন্সিলরকে সরাইল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উদ্ধার করে সিলেটে আনার পর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হবে।
তবে অপহরণের বিষয়ে শাকিলের কাছ থেকে কোনো কিছু জানতে পারেননি তিনি।
তিনি বলেন, শাকিল বেশি অসুস্থ থাকায় ভাঙা সুরে কথা বলছেন। কেবল মোবাইল নাম্বারটা বলতে পেরেছেন। তাকে নিয়ে রাতেই সিলেটে পৌঁছবো।
তিনি আরও বলেন, গত শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টায় এক সালিশ বৈঠকে যাওয়ার পথে শাকিল নিখোঁজ হন।
এ ঘটনায় পর শনিবার (২৯ সেপ্টেম্বর) তার বড় ভাই আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম থানায় সাধারণ ডায়েরি করেন। পরে তার সন্ধানের নামে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৮
এনইউ/আরআইএস/