ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

রাজনীতি

খালেদা জিয়ার আমলে খাদ্য ঘাটতি ছিল ৩০ লাখ মেট্রিক টন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৫, অক্টোবর ৩, ২০১৮
খালেদা জিয়ার আমলে খাদ্য ঘাটতি ছিল ৩০ লাখ মেট্রিক টন বক্তব্য রাখছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। ছবি: বাংলানিউজ

মাদারীপুর: খালেদা জিয়ার আমলে খাদ্য ঘাটতি ছিল ত্রিশ লাখ মেট্রিক টন। বর্তমানে সে ঘাটতি পূরণ করে আরো পঁচিশ লাখ মেট্রিক টন খাদ্য উদ্বৃত্ত থাকে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

বুধবার (৩ অক্টোবর) সকালে মাদারীপুরের আচমত আলী খান উচ্চ বিদ্যালয়ে কবি ‘গোলাম রব্বানী’র কবিতার বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশে এখন বিদ্যুতের কোনো ঘাটতি নেই দাবি করে শাজাহান খান বলেন, কোথাও লোডশেডিং নেই।

খালেদা জিয়ার সময় মানুষ বিদ্যুতের কষ্টে থাকলেও এখন মানুষ খুব আরামে আছে। সেই সময় বিদ্যুতের উৎপাদন ছিলো ৩ হাজার ১শ’ মেগাওয়াট। আর বর্তমান সরকার সাড়ে ১৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে।

নৌমন্ত্রী বলেন, বয়স্ক ভাতা থেকে শুরু করে বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধাদের ভাতা দিচ্ছে শেখ হাসিনার সরকার। এর ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। এজন্য শেখ হাসিনা সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে।

পদ্মাসেতু প্রসঙ্গে নৌমন্ত্রী শাজাহান খান বলেন, পদ্মাসেতু তৈরির জন্য এ সরকারকে কারো কাছে হাত পাততে হয়নি। নিজেদের টাকায় হচ্ছে পদ্মাসেতু।  

আচমত আলী খান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল বারেক আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জেলার পুলিশ সুপার সুব্রত কুমার হালাদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাখাওয়াত হোসেন সেলিম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু বকর সিদ্দিক, জেলা পরিষদের সদস্য ফারুক খান, দুধখালী ইউয়িনের চেয়ারম্যান মিজানুর রহমান হিরু খান, আওয়ামী মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যান সম্পাদক ড. সেলিনা আখতার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।