বুধবার (৩ অক্টোবর) দুপুরে স্মারকলিপি গ্রহণ করেন সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান।
স্মারকলিপিতে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, তারেক রহমানের বিরুদ্ধে দেওয়া সাজা বাতিল, নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, আটক নেতাকর্মীদের মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে একাদশ সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন তারা।
এসময় সিলেট জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন-সিলেট জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মো. নুরুল হক, জেলা সহ-সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুলহাকিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা মুক্তিযোদ্ধা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ার হোসেন, জেলা বিএনপির দফতর সম্পাদক অ্যাডভোকেট মো. ফখরুল হক, প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট আল আসলাম মুমিন, যুব বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক লায়েছ আহমদ প্রমুখ।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য করার জন্য অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠুভাবে পরিচালিত করার মহৎ উদ্দেশ্যে বিএনপির পক্ষ থেকে সাত দফা দাবি এবং ১২ লক্ষ্য পেশ করা হয়েছে।
দাবিগুলো হলো- খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহার, বর্তমান জাতীয় সংসদ বাতিল, সরকারের পদত্যাগ ও সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সাপেক্ষে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করা, যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন এবং নির্বাচনে ইভিএম ব্যবহার না করার বিধান নিশ্চিত করা, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রতিটি ভোটকেন্দ্রে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ সশস্ত্র বাহিনী নিয়োগ, নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে দেশীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগের ব্যবস্থা নিশ্চিত এবং সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণে তাদের ওপর কোনো বিধিনিষেধ আরোপ না করার বিধান, দেশের বিরোধী সব রাজনৈতিক নেতাকর্মীর মুক্তি, সাজা বাতিল ও মিথ্যা মামলা প্রত্যাহার, নির্বাচন তফসিল ঘোষণার তারিখ থেকে ফলাফল চূড়ান্ত না হওয়া পর্যন্ত চলমান সব রাজনৈতিক মামলা স্থগিত রাখা ও নতুন মামলা না দেওয়ার নিশ্চয়তা, পুরনো মামলায় কাউকে গ্রেফতার না করার নিশ্চয়তা, কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন, সাংবাদিকদের আন্দোলন এবং সামাজিক গণমাধ্যমে মতপ্রকাশের অভিযোগে শিক্ষার্থী, সাংবাদিকসহ সবার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও মুক্তির নিশ্চয়তা প্রদান করতে হবে।
সাত দফা দাবি পেশের পাশপাশি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে বিএনপি কী কী করবে, সে বিষয়ে বিএনপির পক্ষ থেকে ১২টি লক্ষ্য ও উদ্দেশ্য স্মারকলিপিতে তুলে ধরেন।
গণতন্ত্রকে সুসংহত করার লক্ষ্যে বিএনপি ঘোষিত সাতদফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান জেলা বিএনপি নেতারা।
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
এনইউ/আরআর