ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদার মুক্তির দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৮
খালেদার মুক্তির দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশ বিএনপির বিক্ষোভ সমাবেশ। ছবি: বাংলানিউজ

বরিশাল: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ সাত দফা দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি দিয়েছে বরিশাল মহানগর বিএনপি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (০৪ অক্টোবর) সকাল ১১টায় বরিশাল নগরের সদর রোডস্থ জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ পালন করে তারা।

মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- মহানগর বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, মহানগর বিএনপির সহ-সভাপতি ফিরোজ আহম্মেদ, মহানগর বিএনপির দফতর সম্পাদক সাহেদ আকন সম্রাট, কোতয়ালি বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম টিপু, শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বশির আহমেদ, বিএনপির মহানগরের উপদেষ্টা নুরুল আলম ফরিদ প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়াকে জেলে রেখে এক তরফা নির্বাচনের স্বপ্ন দেখছে এ সরকার। খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠা, সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চেয়েছিলো। আর এ অপরাধের জন্যই তাকে জেলে বন্দি করে রেখেছে অবৈধ সরকার। বর্তমান অবৈধ সরকার একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে পুরে রেখেছে।

বক্তারা আরও বলেন, এখন সময় এসেছে স্বৈরাচারী এই সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার। আগামী জাতীয় সংসদ নির্বাচন খালেদা জিয়াকে ছাড়া হবে না। খালেদা জিয়াকে মুক্ত করেই নির্বাচনে অংশ নেবে বিএনপি।

সমাবেশে বরিশাল মহানগর বিএনপিসহ স্বেচ্ছা সেবক দল, ছাত্রদল যুব দল, মহিলা দল, শ্রমিক দলের নেতারা উপস্থিত ছিলেন। পরে নেতাকর্মীরা বরিশালের কাশীপুর এলাকায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গিয়ে সাত দফা দাবিতে স্মারকলিপি দেয়।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।