ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খুলনায় রাজনৈতিক নেতাদের শপথ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৬ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৮
খুলনায় রাজনৈতিক নেতাদের শপথ রাজনৈতিক নেতাদের শপথগ্রহণ। ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনা বিভাগের বিভিন্ন জেলার আওয়ামী লীগ ও বিএনপি থেকে আসা প্রায় ৯০ জন রাজনৈতিক নেতা একই মঞ্চে শান্তিপূর্ণ ও অহিংস নির্বাচনের শপথগ্রহণ করেছেন।

মহানগরের হোটেল সিটি ইনে এক জাকজমকপূর্ণ পরিবেশে রাজনৈতিক নেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বৃহস্পতিবার (০৪ অক্টোবর) বিকেলে এ শপথ অনুষ্ঠিত হয়। এর আগে দুপুরে ‘শান্তিতে বিজয়’ ক্যাম্পেইনের আঞ্চলিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে খুলনার বিভিন্ন জেলার আওয়ামী লীগ ও বিএনপির নেতারা রাজনৈতিক সহনশীলতা ও সম্প্রীতির সমর্থনে একসঙ্গে দাঁড়িয়ে সহিংসতার বিরুদ্ধে অঙ্গীকার করেছেন।

খুলনা সিটি করপোরেশনের মেয়র এবং খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক বলেন, যদিও কিছু তিক্ততার ঘটনা ঘটে তবুও আমরা সবাই শান্তিপূর্ণ, সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করি। এক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই সচেতন হওয়া জরুরি। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে।

খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ বলেন, আমাদের সবাইকে ধৈর্যশীল হতে হবে শান্তির জন্য।

খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, শান্তির মঞ্চ রাজনৈতিক মঞ্চ নয়। ভোটাররা বলছেন, নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে ভোট দিতে চান। দেশকে এগিয়ে নিতে চান।

খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি বলেন, গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন হোক, এ অঙ্গীকার বাস্তবায়ন হোক। তবেই শান্তি জিতলে জিতবে দেশ এ আকাঙ্ক্ষা পূরণ হবে।

অনুষ্ঠানে খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর আজিজ খান বলেন, আগামী নির্বাচনে ভোট যেন শান্তিপূর্ণ হয় তার জন্য শান্তিতে বিজয় ক্যাম্পেইনের এ আয়োজন। আমরা যেন নিয়মিত সভা সমাবেশ আয়োজন করতে পারি তার জন্য সবার উদার মানসিকতা পোষণ করতে হবে।

এছাড়া শান্তিতে বিজয় ক্যাম্পেইনের এ আঞ্চলিক উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এম এ সালাম, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান টুকু, মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ এবং খুলনার সুশীল সমাজের সদস্যরা।
ইউএসএআইডি এবং ইউকেএইড-এর যৌথ অর্থায়নে এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের Strengthening Political Landscape (SPL) প্রকল্পের আওতায় ‘শান্তিতে বিজয়’ ক্যাম্পেইনটি পরিচালিত হয়।

জাতীয় নির্বাচনের আগে শান্তিপূর্ণ নির্বাচন ও সহনশীল রাজনীতির চর্চা বৃদ্ধিতে, ‘শান্তিতে বিজয়’ ক্যাম্পেইনটি বাংলাদেশের সব নিবন্ধিত রাজনৈতিক দল, প্রার্থী এবং সাধারণ জনগণকে সচেতন করবে ও তাদের অংশগ্রহণ করার সুযোগ তৈরি করছে।

‘শান্তিতে বিজয়’ ক্যাম্পেইনের মূল লক্ষ্য হলো, দেশের ১৬ কোটি মানুষের জন্য শান্তিপূর্ণ ও সহনশীল রাজনীতির পক্ষে একাত্ম হওয়ার মঞ্চ তৈরি করা।

রাজনৈতিক নেতাদের সঙ্গে বিপুল সংখ্যক সাধারণ মানুষের মতবিনিময়ের সুযোগ তৈরি করার জন্য সারাদেশে ‘শান্তিতে বিজয়’ ক্যাম্পেইনের আওতায় আয়োজিত হচ্ছে শান্তি-শোভাযাত্রা, নির্বাচনী প্রার্থীদের সঙ্গে মুখোমুখি সংলাপ, রাজনৈতিক নেতাদের সঙ্গে গোলটেবিল বৈঠক ও কর্মশালা। সেসঙ্গে দেশের অনেকগুলো বিশ্ববিদ্যালয় ও কলেজে সাড়ম্বরে পালিত হচ্ছে শান্তিতে বিজয় কর্মসূচি।

অনুষ্ঠানগুলোতে ছাত্র-ছাত্রী, শিক্ষক এবং স্থানীয় নাগরিক, সুশীল সমাজের প্রতিনিধিরা একত্রিত হয়ে শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চার স্বপক্ষে একসঙ্গে কাজ করার জন্য তরুণ প্রজন্ম ও রাজনৈতিক নেতাদের উদ্বুদ্ধ করছেন।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮
এমআরএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।