শনিবার (৬ অক্টোবর) বেলা ১১টায় একই দাবিতে গোপালগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১১টায় সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস থেকে সর্বস্তরের জনগণের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
সেখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম মিটু।
অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক, সদস্য মাহমুদ হোসেন দীপু, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি জি এম সাহাবুদ্দিন আজম, সাধারণ সম্পাদক এম বি সাইফ (বি মোল্লা), জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ, সাধরণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের সভাপতি সম্পাদক এস এম দ্বীন ইসলাম।
বক্তারা বলেন, বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার গোপালগঞ্জের উন্নয়নের বিরোধী মানসিকতার মানুষ। তিনি স্থানীয় রাজনীতির সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছেন বলেও মন্তব্য করেন তারা।
এছাড়া তার বিরুদ্ধে রেলের জমি অধিগ্রহণের দুর্নীতি, জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন কৌশলে বন্ধ করে রাখাসহ বিভিন্ন অভিযোগ আনেন। তাই নেতারা বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ থেকে তাকে অবাঞ্চিত করে সাত দিনের মধ্যে অপসারণের দাবি জানান। অন্যথায় আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাকে অপসারণ করা হবে বলেও ঘোষণা করেন।
সমাবেশ থেকে রোববার (৭ অক্টোবর) বিকেল ৩টায় স্থানীয় পৌর পার্কে জেলা প্রশাসকের অপসারণ দাবিতে সমাবেশের ঘোষণা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৮
আরএ