বুধবার (১০ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে এক কর্মসূচিতে এই প্রতিক্রিয়া জানান ছাত্রলীগের নেতারা।
‘সন্ত্রাসের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক অবস্থান কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
ছাত্রলীগ সভাপতি শোভন বলেন, যে রায় দেওয়া হয়েছে তাতে আমরা কেউই সন্তুষ্ট নই। আইভি রহমানসহ আওয়ামী লীগের ২৪ নেতাকর্মীকে সেদিন হত্যা করা হয়েছিল। এরপর বিএনপি-জামায়াত নেতারা এটাকে মিথ্যা নাটক সাজায়। আমরা ছাত্রসমাজ এ রায়ে সন্তুষ্ট না। আমরা চাই তারেক রহমানকে লন্ডন থেকে এনে ফাঁসি দেওয়া হোক। এ দাবিতে আমরা আন্দোলন চালিয়ে যাবো। আমরা বাংলাদেশ সরকারের কাছে স্মারকলিপি দেব। আমরা চাই না বাংলাদেশ আবার পাকিস্তানে ফিরে যাক, আমরা ন্যায়বিচার চাই।
কর্মসূচিতে ছাত্রলীগের বিভিন্ন হলের নেতাকর্মীরা অংশ নেয়।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
এসকেবি/আরআর