ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

রাজনীতি

নিবন্ধনেরও যোগ্যতা হারিয়েছে বিএনপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০২, অক্টোবর ১২, ২০১৮
নিবন্ধনেরও যোগ্যতা হারিয়েছে বিএনপি পদ্মাসেতুর জাজিরা পয়েন্ট পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি-বাংলানিউজ

মাদারীপুর: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নৈতিকতা এখন তলানিতে গিয়ে ঠেকেছে। আমি মনে করি, দলটি তাদের নিবন্ধনেরও যোগ্যতা হারিয়েছে। এ সন্ত্রাসী দলকে এ দেশের জনগণ আর ভোট দেবে না। 

বিএনপির নির্বাচনে আসা বা না আসা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, যোগ করেন মন্ত্রী।

শুক্রবার (১২ অক্টোবর) সকাল ১১টার দিকে পদ্মাসেতুর জাজিরা পয়েন্ট পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

শনিবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে শুক্রবার পদ্মাসেতুর জাজিরা পয়েন্টে আসেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিএনপি সন্ত্রাসী দল হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। কানাডার আদালতেও তা প্রমাণ হয়েছে।  

২১ আগস্ট গ্রেনেড হামলার বিষয়ে তিনি বলেন, আমরা খালেদা জিয়ারও বিচার কামনা করি।  

এসময় শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক ও সেতু বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।