মঙ্গলবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা এলাকায় ২০ শয্যা হাসপাতাল পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়।
এসময় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, বিএনপি জামায়াত জোট ২০০৬ সালে অপরিকল্পিতভাবে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য এসব স্বাস্থ্যকেন্দ্রগুলো চালু করেছে। কোন রকম জনবল নিয়োগ না দিয়েই শুধুমাত্র স্থাপনা নির্মাণ করে তারা এসব স্বাস্থ্যকেন্দ্র চালু করে। অপরিকল্পিতভাবে চালু করার কারণে এসব স্বাস্থ্যকেন্দ্র থেকে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়েছে সেবা প্রত্যাশীরা। আমরা খুব শিগগিরই এসব সমস্যার সমাধান করবো।
এসময় আরো উপস্থিত ছিলেন- ঢাকা জেলা প্রশাসক আবু সালেহ মো. ফেরদৌস খান, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহে এলিদ মাইনুল আমিন, জিনজিরা ইউপি চেয়ারম্যান সাকুর হোসেন সাকু, শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন ও তেঘরিয়া ইউপি চেয়ারম্যান মো. জজ মিয়া প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
আরএ