ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

রাজনীতি

ঐক্যফ্রন্টের কোনো ভবিষ্যৎ নেই: অর্থমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১৪, অক্টোবর ১৯, ২০১৮
ঐক্যফ্রন্টের কোনো ভবিষ্যৎ নেই: অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ছবি: বাংলানিউজ

সিলেট: নতুন রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্টের কোনো ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেছেন, রাজনৈতিক দলের জিরোরা মিলে ঐক্যফ্রন্ট করেছেন। জিরোদের ঐক্য জিরোতেই থাকবে।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বিকেলে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের নবনির্বাচিত সিবিএ নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

বদরুদ্দোজা চৌধুরী ও ড. কামাল হোসেনের নাম উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, উনারা ইত্যাদি ইত্যাদি একটি অস্তিত্বহীন গ্রুপ।

অবশ্য বিএনপি বড় রাজনৈতিক দল স্বীকার করে অর্থমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে গেলে তাদের সমর্থনে হয়তো ঐক্যফ্রন্টের একটি অস্থিত্ব হবে। আর না হয়, জিরোরা মিলে করা ঐক্যফ্রন্টের রেজাল্ট জিরোই থাকবে।

এর আগে জালালাবাদ গ্যাসের সিবিএ’র সভাপতি মুরলী সিংহের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একে আবদুল মোমেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আশফাক আহমদ সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
এনইউ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।