বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে আটঘরিয়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এ কথা বলেন।
পাবনা- ৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের এ সংসদ সদস্য বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের পর মানুষের পাঁচটি মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল।
তিনি আরোও বলেন, আটঘরিয়ার লক্ষ্মীপুর ইউনিয়নের ছেলেমেয়েরা, যারা হাইস্কুলে পড়ে, কলেজে পড়তে হলে অন্য ইউনিয়নে যেতে হয়। এখানে রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, প্রাইমারি স্কুল, হাইস্কুল হয়েছে। এখন প্রয়োজন একটি ডিগ্রি কলেজ। এবার আওয়ামী লীগ ক্ষমতায় গেলে ইনশাল্লাহ তা বাস্তবায়ন করা হবে।
লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম সরদারের সভাপতিত্বে সস্পাদক রবিউল আলম খানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চন্দন কুমার চক্রবর্তী, যুগ্ন-সম্পাদক বশীর আহম্মেদ বকুল, আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আব্দুল গফুর মিয়া, যুগ্ন-সাধারণ সম্পাদক হেদায়েতুল্লাহ বিশ্বাস প্রমুখ।
বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
জেডএস